শুধু গর্ভাবস্থা নয়, অনিয়মিত ঋতুস্রাবের আরও অনেক কারণ রয়েছে।

গর্ভধারণ ছাড়া আর কোন কোন কারণে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে?

  মানসিক চাপ ঋতুচক্রকেও প্রভাবিত করে। এর ফলে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে।

মানসিক চাপ

 হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা কোনও কারণে কমে যাওয়ায় ঋতুচক্র ব্যাহত হয়।

ওজন বৃদ্ধি

 মাত্রাতিরিক্ত শরীরচর্চা করার ফলে হরমোন ভারসাম্যহীন হয়ে পড়ে। যার ফলে ঋতুচক্রের তারিখ পরিবর্তিত হতে পারে।

অতিরিক্ত শরীরচর্চা 

 অনিয়মিত ঋতুস্রাবের অন্যতম কারণ হতে পারে ডিম্বাশয়ে সিস্ট। এর জন্য স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সিস্ট

 থাইরয়েড থাকলেও অনিয়মিত ঋতুচক্রের সম্ভাবনা থাকে। কখনও কখনও ব্যবধান দীর্ঘ হতে পারে।

থাইরয়েড