মাদকের প্রতি আসক্তির থেকেও বেশি ভয়াবহ ফোনের আসক্তি, দাবি গবেষণায়।

মদ এবং ধূমপানের পাশাপাশি মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন তরুণ-তরুণীরা।

ইউনিভার্সিটি অফ সাউথ ক্যালিফোর্নিয়ার গবেষক জুলি এম অ্যালব্রাইট তাঁর গবেষণায় এমনই চমকপ্রদ তথ্যের উল্লেখ করেছেন।

সমাজবিজ্ঞানী জুলি এম অ্যালব্রাইটের দাবি, দীর্ঘ সময় ধরে মোবাইল ফোনের ব্য়বহার এবং এতে থাকা একাধিক অ্যাপ মানুষের আচরণে সমূহ পরিবর্তন আনে।

তরুণদের মধ্যে ফোনের প্রতি এই আসক্তির দ্রুত হারে বৃদ্ধি, ভবিষ্যতে উদ্বেগের বিষয় হয়ে উঠতে পারে।

আমেরিকায় তরুণ-তরুণীদের মধ্য়ে স্ক্রিন টাইম উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে।  

অনেক সময় অবসাদের কারণ হয়ে উঠতে পারে এই আসক্তি। ঘুমের উপরেও এর প্রভাব পড়ছে।

স্মার্টফোনের প্রতি এই আসক্তি থেকে বিপদের আশঙ্কা করেছেন ডিজিটাল সমাজবিজ্ঞানী জুলি এম অ্যালব্রাইট।