কেমন হবে ভবিষ্যতের ঠান্ডা পানীয়ের স্বাদ? কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তা জানাল কোকা কোলা।

ওয়াই৩০০০-এর স্বাদের প্রোফাইলের জন্য এআই সিস্টেমে তথ্য দিয়ে প্রস্তুত করা হয়েছে নতুন এই পানীয়।

 সংস্থার দাবি, ভবিষ্যতের  ঠান্ডা পানীয়টি সাধারণ এবং চিনি ছাড়া উভয় প্রকারেই পাওয়া যায়।

এই নতুন এআই স্বাদ পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয় গ্রাহকদের।

তাঁরা জানিয়েছেন, এই নতুন পানীয়ের স্বাদ র‌্যাস্পবেরি স্লুশির মতো।

কোকা কোলার মতে, এই নতুন পানীয় ভবিষ্যতে সব চেয়ে আলাদা এবং অনন্য হতে চলেছে

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে প্যাকেজিংয়ের নকশাও প্রস্তুত করা হচ্ছে।

১৩৭ বছরের পুরনো এই ঠান্ডা পানীয় প্রস্তুতকারক সংস্থা ১৮৮৬ সালে শুরু হয়।

ঠান্ডা পানীয়, জুস, জল তৈরি করে তারা।

২০০টিরও বেশি দেশে সফল ভাবে ব্যবসা করে চলেছে কোকা কোলা।