বিশেষ ৫ স্মার্ট গ্যাজেটেই পরিষ্কার থাকবে ঘরের বাতাস। শীতে বাইরে যতই দূষণ থাকুক, ঘরে এই জিনিসগুলি থাকলে শ্বাসকষ্টের সমস্যা থাকবে দূরে। 

ছবি: সংগৃহীত

শীতকালে দূষণের কারণে ফুসফুসে সংক্রমণজনিত সমস্যা দেখা দিতে পারে।

ছবি: সংগৃহীত

যে স্মার্ট গ্যাজেটগুলির সাহায্যে সহজেই ঘরের দূষণ দূর করা সম্ভব।

ছবি: সংগৃহীত

 এয়ার পিউরিফায়ার

ছবি: সংগৃহীত

এয়ার পিউরিফায়ার ঘরের ভিতরের বায়ুকে বিশুদ্ধ করে। এর দাম ৭ থেকে ২০ হাজার টাকার মধ্যে।

ভেপোরাইজ়ার

ছবি: সংগৃহীত

দূষণের কারণে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি দূর করতে ভেপোরাইজ়ার খুবই উপকারী।

হিউমিডিফায়ার

ছবি: সংগৃহীত

 ৩০০ থেকে ৪,০০০ টাকায় পাওয়া যায় হিউমিডিফায়ার। এটি ঘরের বাতাসকে দূষণমুক্ত করে।

হাইটেক মাস্ক

ছবি: সংগৃহীত

হাইটেক মাস্কের দাম ৬ থেকে ৭ হাজার টাকা। ব্যাটারিচালিত এই বিশেষ মাস্ক বাতাসের দূষক পদার্থ রোধ করে। যার ফলে শ্বাস-প্রশ্বাসে সুবিধা হয়।

‘এয়ার কোয়ালিটি মনিটর’

ছবি: সংগৃহীত

ঘরের বাতাসের গুণগত মান পরীক্ষা করতে ‘এয়ার কোয়ালিটি মনিটর’ ব্যবহার করা যেতে পারে।