গোপনে সার্চের জন্য গুগ্‌ল ক্রোমের ‘ইনকগ্‌নিটো মোড’ও নিরাপদ নয়!

ছবি: সংগৃহীত

গুগ্‌ল ক্রোমের ‘ইনকগ্‌নিটো মোড’-এও গোপনে সার্চের ক্ষেত্রে তাই সতর্ক থাকতে হবে৷

ছবি: সংগৃহীত

সম্প্রতি জানা গিয়েছে, ‘ইনকগ্‌নিটো মোড’-এর ‘ব্রাউজ়িং হিস্ট্রি’-ও ট্র্যাক করতে পারে গুগ্‌ল!

ছবি: সংগৃহীত

‘ইনকগ্‌নিটো মোড’-এ ব্রাউজ় করার পর সেগুলি মোবাইল বা ল্যাপটপে পাওয়া যায় না।

ছবি: সংগৃহীত

কিন্তু গুগ্‌লের কাছে সেই সার্চ হিস্ট্রির সবটাই থেকে যায়। ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা বিস্তারিত ট্র্যাক করতে পারে।

ছবি: সংগৃহীত

এ বিষয়ে ২০২০ সাল থেকে একটি মামলাও লড়ছে গুগ্‌ল।

ছবি: সংগৃহীত

  তবে রায় ঘোষণার আগেই নাকি ৫০০ কোটি টাকা দিয়ে মামলাটি বন্ধ করে দেয় গুগ্‌ল।

ছবি: সংগৃহীত

অপর দিকে, এর মধ্যেই ‘ইনকগ্‌নিটো মোড’-এর পৃষ্ঠা বিবরণীতে পরিবর্তন এনেছে গুগ্‌ল। 

ছবি: সংগৃহীত