সোশ্যাল মিডিয়ার যুগে ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় মাধ্যম৷ তবে ‘সার্চ’ করলেও অনেক সময় অনেক প্রোফাইল খুঁজে পাওয়া যায় না।

সোশ্যাল মিডিয়ার যুগে ইনস্টাগ্রাম একটি জনপ্রিয় মাধ্যম৷ তবে ‘সার্চ’ করলেও অনেক সময় অনেক প্রোফাইল খুঁজে পাওয়া যায় না।

ছবি: সংগৃহীত

 ইনস্টাগ্রামে আপনাকে কেউ ব্লক করলে আপনি তাঁর প্রোফাইল দেখতে পাবেন না। কিন্তু কী ভাবে বুঝবেন কেউ ব্লক করেছে কি না?

ছবি: সংগৃহীত

.ইনস্টাগ্রামে কেউ ব্লক করলে অথবা কেউ ‘ইউজ়ার নেম’ বদলালে তাঁকে পুরনো নামে খুঁজে পাওয়া যায় না। পাবলিক প্রোফাইল ছাড়া কোনও অ্যাকাউন্ট প্রাইভেট থাকলে তাঁকে ফলো করলে তবেই আপনি তাঁর শেয়ার করা ছবি ভিডিয়ো ইত্যাদি দেখতে পাবেন।

ছবি: সংগৃহীত

ইনস্টাগ্রামে কেউ আপনাকে ব্লক করেছে কি না বোঝা যাবে অন্য অ্যাকাউন্ট থেকে দেখলে। আপনার অন্য অ্যাকাউন্ট বা বন্ধুর অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট প্রোফাইল খুঁজে পেলে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে। তবে সেই ব্যক্তি ‘ইউজ়ার নেম’ বদলেছেন অথবা প্রোফাইল নিষ্ক্রিয় করেছেন এমনও হতে পারে৷

ছবি: সংগৃহীত

প্রতিটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নির্দিষ্ট ইউজ়ার নেম এবং প্রোফাইল লিঙ্ক থাকে। instagram.com/ এর পর ইউজ়ার নেম বসিয়ে সার্চ করলে যদি দেখায় পেজ নট অ্যাভেলেবল, তা হলে হয় ব্লক করা হয়েছে নয়তো প্রোফাইল আর সক্রিয় নেই৷ অন্য ব্রাউজ়ার থেকে একই লিঙ্ক যদি খোলে তা হলে নির্দিষ্ট প্রোফাইল থেকে আপনাকে ব্লক করা হয়েছে।

ছবি: সংগৃহীত

. কোনও প্রোফাইল থেকে আপনাকে ব্লক করা হলে আপনি সেই প্রোফাইলকে ট্যাগ অথবা মেনশন করতে পারবেন না৷ এমন যদি হয়, অ্যাকাউন্টের অস্তিত্ব থাকা সত্ত্বেও আপনি কিছু দেখতে পাচ্ছেন না তা হলে আপনাকে ব্লক করা হয়েছে।

ছবি: সংগৃহীত

 সক্রিয় অ্যাকাউন্টের কোনও পোস্ট দেখতে না পেলে পুনরায় ফলো অপশনে ক্লিক করুন। যদি ফলোতে ক্লিক করলে ফলোয়িং হয়ে যায় তা হলে হতে পারে নির্দিষ্ট ব্যক্তি আপনাকে ব্লক করেছিলেন।

ছবি: সংগৃহীত

মেসেজ বক্সে যদি নির্দিষ্ট ব্যক্তির প্রোফাইলের ছবি দেখা না যায় তা হলে হতে পারে নির্দিষ্ট প্রোফাইল থেকে আপনাকে ব্লক করা হয়েছে।