একটি বিশেষ ফিচার ব্যবহার করে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা যাবে  গুগ্‌ল অ্যাকাউন্ট থেকে।

ছবি: সংগৃহীত

গুগ্‌ল সম্প্রতি ‘বিটা ভার্শন’-এর জন্য 'রিমুভ দিস রেজ়াল্ট' ফিচার যোগ করেছে।

ছবি: সংগৃহীত

এই ফিচারের মাধ্যমে গুগ্‌লে থাকা ব্যক্তিগত বিবরণী কী ভাবে মুছে ফেলা সম্ভব?

ছবি: সংগৃহীত

তথ্য সরাতে গুগ্‌‌লে ‘মাই অ্যাক্টিভিটি’  থেকে ‘রেজ়াল্ট্‌স অ্যাবাউট ইউ’-তে যেতে হবে।

ছবি: সংগৃহীত

‘রেজ়াল্ট্‌স অ্যাবাউট ইউ’-তে ক্লিক করে 'গেট স্টার্টেড'-এ গিয়ে পর পর দু’বার ‘নেক্সট’ ক্লিক করুন।

ছবি: সংগৃহীত

নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ই-মেলের যাবতীয় বিবরণ পূরণ করে ‘সাবমিট’-এ ক্লিক করুন।

ছবি: সংগৃহীত

তথ্য পূরণ করার পর ‘গুগ্‌ল নোটিফিকেশন’-এর জন্য অপেক্ষা করুন।

ছবি: সংগৃহীত

এর পর তথ্য মুছে ফেলার বা সেটি রেখে দেওয়ার অপশন আসবে। পছন্দ মতো অপশন বেছে নিয়ে ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা যাবে।

ছবি: সংগৃহীত