কখনও যুদ্ধে আবার কখনও জলের তলা থেকে মানুষকে উদ্ধার, ভারত একাধিক উদ্ধার অভিযানের সাক্ষী৷

ছবি: সংগৃহীত

অপারেশন অজয়

 ইজ়রায়েল-হামাসের যুদ্ধের মধ্যে প্যালেস্তাইন এবং ইজ়রায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সরকার অপারেশন অজয় শুরু করেছে৷ শুরু করেছে।

ছবি: সংগৃহীত

অপারেশন কাবেরী

 ২৪ এপ্রিল ২০২৩ -এ সুদানে আটকে পড়া ৩৮৬২ ভারতীয়ের উদ্ধারকার্যে শুরু হয় অপারেশন কাবেরী৷

ছবি: সংগৃহীত

কুয়েত এয়ারলিফ্‌ট

 কুয়েত এয়ারলিফ্‌ট অন্যতম বড় উদ্ধার অভিযান। ১৯৯০-৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় এক লক্ষের বেশি ভারতীয়কে সরিয়ে নেওয়া হয়েছিল।

ছবি: সংগৃহীত

অপারেশন সুকুন

 ২০০৬ সালে ইজ়রায়েল-লেবানন বিরোধের মধ্যে ভারতীয়দের উদ্ধার করতে নৌবাহিনী দ্বারা অপারেশন সুকুন চালু করা হয়েছিল।

ছবি: সংগৃহীত

অপারেশন মৈত্রী

 ২০১৫ সালে নেপালে ভূমিকম্পের সময়  অপারেশন মৈত্রীর মাধ্যমে প্রায় ৫০০০ ভারতীয়কে উদ্ধার করা হয়।

ছবি: সংগৃহীত

অপারেশন রাহাত 

 ২০১৫ সালে, ইয়েমেন যুদ্ধের সময়, সরকার সেখানে আটকে পড়া অসামরিক নাগরিকদের উদ্ধারের জন্য অপারেশন রাহাত চালু করেছিল।

ছবি: সংগৃহীত

বন্দে ভারত মিশন

 ২০২০ সালে করোনা মহামারির সময়, সরকার বন্দে ভারত মিশনের অধীনে বিদেশ থেকে প্রায় ৬০ লক্ষ ভারতীয়কে দেশে ফিরিয়ে নিয়ে আসে। 

ছবি: সংগৃহীত