গুগ্‌ল পিক্সেলের নির্দিষ্ট কিছু ফোনে ‘কার ক্র্যাশ ডিটেকশন’ ফিচারটি আগে থেকে ইনস্টল করা থাকে। কোনও গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে নির্দিষ্ট কিছু নম্বরে খবর চলে যাবে নিমেষে।

ছবি: সংগৃহীত

 সম্প্রতি ভারতে একাধিক ফোনে ‘ক্র্যাশ ডিটেকশন’ ফিচার চালু করেছে গুগ্‌ল পিক্সেল। যার মাধ্যমে দুর্ঘটনা হলে সে খবর পাওয়া যাবে ফোনেই।

ছবি: সংগৃহীত

দুর্ঘটনা ঘটলে এই ফিচারটি সক্রিয় হবে এবং অবিলম্বে জরুরি নম্বরে ফোন চলে যাবে।

ছবি: সংগৃহীত

ভারতীয়েরা এই ফিচারের সুবিধা পাবেন ইংরেজিতে। হিন্দিতে এখনই এই ফিচারের সুবিধা পাওয়া যাবে না।

ছবি: সংগৃহীত

 গুগ্‌ল পিক্সেলের ‘ক্র্যাশ ডিটেকশন’ ফিচারের মাধ্যমে দুর্ঘটনার সময় ন্যূনতম সাহায্যটুকু পাওয়া যাবে।

ছবি: সংগৃহীত

 প্রাথমিক ভাবে পিক্সেল ফোনের এই ফিচারটি আমেরিকাতেই উপলব্ধ ছিল। এখন ভারত-সহ আরও পাঁচটি দেশে এই ফিচার চালু হয়েছে।

ছবি: সংগৃহীত

 ফিচারটি ‘গুগ্‌ল পিক্সেল ৪এ’ এবং তার পরে চালু হওয়া পিক্সেলের অন্যান্য মডেলগুলিতে কাজ করবে।

ছবি: সংগৃহীত

ইংরেজি-সহ মোট ১১টি ভাষায় এই ফিচারের সুবিধা পাওয়া যাবে।

ছবি: সংগৃহীত