ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে স্টোরি অনুগামীদের সঙ্গে ভাগ করে নিতে ভালবাসেন অনেকেই।

ছবি: সংগৃহীত

কিন্তু অনেকেই আবার চান না ব্যক্তিগত স্টোরি আপডেট সকলে দেখতে পান! সীমিত এবং নির্বাচিত অনুগামীর সঙ্গেই তা ভাগ করে নিতে চান কেউ কেউ।

ছবি: সংগৃহীত

কয়েকটি সহজ ধাপ অনুসরণ করেই ইনস্টাগ্রামে স্টোরি লুকোনো যায়। এর জন্য কী করতে হবে?

ছবি: সংগৃহীত

 প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে নিজের প্রোফাইলে যান।

ছবি: সংগৃহীত

  ডান দিকের উপরে তিনটি ডট অপশনে ক্লিক করুন।

ছবি: সংগৃহীত

 ‘প্রাইভেসি সেটিংস’-এ ‘হু ক্যান সি ইওর কন্টেন্ট’-এ যান।

ছবি: সংগৃহীত

 এখানে তৃতীয় অপশন ‘হাইড স্টোরি অ্যান্ড লাইভ’-এ ক্লিক করুন।

ছবি: সংগৃহীত

এখানে পছন্দের অনুগামীদের অ্যাকাউন্টগুলি নির্বাচন করলেই বাকিদের থেকে আপনার স্টোরি লুকোনো যাবে।

ছবি: সংগৃহীত