জিমেলে ‘স্টোরেজ স্পেস’ চাই? কয়েকটি সহজ উপায়ে মিলতে পারে সমাধান।

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত হোক বা অফিসের কাজে, জিমেল এখন নিত্য প্রয়োজনীয়। কিন্তু, গুগ্‌লের এই অ্যাপে স্টোরেজ পূর্ণ হয়ে গেলে কী ভাবে স্পেস খালি করবেন?

ছবি: সংগৃহীত

একটি বিভাগের সমস্ত মেল একসঙ্গে মুছে ফেলার অপশন দিচ্ছে গুগ্‌ল।

ছবি: সংগৃহীত

এ ক্ষেত্রে প্রচুর অপ্রয়োজনীয় ই-মেল মুছে স্পেস ফেরত পাওয়া যেতে পারে।

ছবি: সংগৃহীত

স্থান খালি করতে, ওয়েব ব্রাউজ়ারে জিমেল লগ ইন করুন৷ 

ছবি: সংগৃহীত

ইনবক্সের উপরে ডান দিকের আইকনে ক্লিক করুন।

ছবি: সংগৃহীত

ক্লাউড আইকনে ক্লিক করে দেখতে পাবেন, জিমেল অ্যাপটি কত স্পেস ব্যবহার করছে।

ছবি: সংগৃহীত

এর পর ‘স্টোরেজ ম্যানেজার টুল’ অ্যাক্সেস করে ‘ক্লিন আপ স্পেস’-এ ক্লিক করুন।

ছবি: সংগৃহীত

এখানে ‘লার্জ আইটেম্‌স’-এ ক্লিক করে অপ্রয়োজনীয় বড় ফাইলগুলি সিলেক্ট করে ডিলিট করলেই প্রচুর স্পেস পুনরুদ্ধার করা যাবে।

ছবি: সংগৃহীত