কিছু অদ্ভুত নিয়ম প্রচলিত রয়েছে জাপানে। সে দেশের মানুষের খাদ্যাভ্যাস থেকে পোশাক, সবেতেই রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। 

প্রায়ই নীল, সাদা বা সবুজ রঙের পোশাক পরেন সে দেশের নাগরিকেরা।

রেস্তরাঁয় বসে একা একাই খাবার খেতে পছন্দ করেন জাপানিরা।

প্রকাশ্য়ে বেশ সংগঠিত, সারিবদ্ধ ভাবে দেখা যায় জাপানের সাধারণ নাগরিকদের।

রাত সাড়ে ৯টায় বন্ধ হয়ে যায় রেস্তরাঁর হেঁশেল। তার পর খাবার পাওয়া দুস্কর।

সর্বত্র রয়েছে ভেন্ডিং মেশিন যেখানে প্রায় সব কিছুই পাওয়া যায়।

শুধু মদ পাওয়া যায় না জাপানে। মদ কিনতে চাইলে সঙ্গে নিতে হবে খাবারও।

সাইনবোর্ডে শুধুমাত্র জাপানি ভাষায় লেখা নির্দেশ দেখতে পাওয়া যায়।