কয়েকটি ফলের রসেই ত্বকে ফিরবে জেল্লা। শীতে ত্বকের রুক্ষ ভাব দূর হবে।

ছবি: সংগৃহীত

শসা এবং অ্যালো ভেরা

 শসা ত্বককে ভিতর থেকে হাইড্রেটেড রাখে এবং অ্যালো ভেরা ত্বকের মৃত কোষগুলি দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

টোম্যাটো এবং সেলেরি 

 লাইকোপেন সমৃদ্ধ টোম্যাটো ত্বককে অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে। সেলেরিতে ভিটামিন এবং খনিজ রয়েছে, যা ত্বকের জন্য উপকারী।

ছবি: সংগৃহীত

পালং শাক, লেবুর রস

 প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ পালং শাক  ত্বকের টক্সিন পদার্থ দূর করে। লেবু ত্বকে ভিটামিন সি-র জোগান দেয়।

ছবি: সংগৃহীত

গাজর, বিট, আপেলের রস 

 গাজর, বিট এবং আপেল দিয়ে তৈরি এই রস ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

ডালিম, কমলালেবু

 ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ ডালিম ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সহায়ক।

ছবি: সংগৃহীত

তরমুজ এবং পুদিনা 

 তরমুজের হাইড্রেটিং বৈশিষ্ট্য রয়েছে এবং পুদিনা ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখে।

ছবি: সংগৃহীত

আপেল এবং কিউই 

 কিউই এবং আপেলsর রস ত্বকের গঠন উন্নত করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

ছবি: সংগৃহীত