ঘরের কোণে এবং ছাদে জাল বুনেছে মাকড়সা

বার বার পরিষ্কার করতে গিয়ে নাজেহাল?

 চার থেকে পাঁচটি লবঙ্গ এবং কয়েক কোয়া রসুন ভাল করে পিষে জলে মিশিয়ে ঘরের কোণে ছিটিয়ে দিন। মাকড়সা আর আসবে না।

রসুনের গন্ধ সহ্য করতে পারে না মাকড়সা। ফলে চিরতরে সেই জায়গা ছেড়ে চলে যায়।

যেখানে মাকড়সা প্রায়ই জাল তৈরি করে এমন জায়গায় রাখুন কমলালেবুর খোসা।

ঘর থেকে মাকড়সা তাড়াতে ভিনিগার ব্যবহার করতে পারেন। এটি জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে দূর হবে মাকড়সা।

সমপরিমাণ জল এবং ভিনিগার একটি বোতলে ভরে স্প্রে করুন।

সপ্তাহে অন্তত এক বার দেওয়ালে জমা ঝুল পরিষ্কার করুন। দেওয়ালের কোনও অংশ ক্ষতিগ্রস্ত হলে মেরামত করিয়ে নিন।