সন্তানদের সঙ্গে বাড়ি আর বাইরের মানুষের সম্পর্ক সুন্দর আর মজবুত করতে পাঁচটি কাজ করা যেতে পারে। 

ছবি: সংগৃহীত

 ছোটবেলা থেকেই বাচ্চাদের অন্য মানুষদের সঙ্গে মেশার সুযোগ দিলে ভবিষ্যতে তাদের সঙ্গে বাকিদের সম্পর্ক মজবুত হতে পারে।

ছবি: সংগৃহীত

অন্য শিশুদের মেলামেশার সুযোগ করে দিলে শিশুর মানসিক স্বাস্থ্য ভাল থাকে। দিনে কমপক্ষে ১৫ মিনিট শিশুকে অন্য বাচ্চাদের সঙ্গে খেলার বা কোনও সৃষ্টিশীল কাজ করার সুযোগ দিন। 

ছবি: সংগৃহীত

একসঙ্গে থেকেও কখনও দূরত্ব বেড়ে যায়। তাই বাড়িতে দু’টি বাচ্চা থাকলেও অন্য বাচ্চাদের সঙ্গে খেলার সুযোগ করে দিতে হবে।

ছবি: সংগৃহীত

এমন একটি খেলা বা সৃষ্টিশীল কাজে বাচ্চাকে যুক্ত করুন যেটা যৌথ ভাবে করতে হয়। যৌথ কাজের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া আরও মজবুত হবে।

ছবি: সংগৃহীত

শিশুর সার্বিক বিকাশের জন্য দলগত কাজে উৎসাহ দেওয়া প্রয়োজন। 

ছবি: সংগৃহীত

প্রত্যেক শিশুরই নিজস্ব পছন্দ-অপছন্দ আছে। যৌথ কাজের ক্ষেত্রে এমন কোনও কাজ নির্বাচন করতে হবে যে কাজ দুই শিশুরই পছন্দ হবে। 

ছবি: সংগৃহীত

সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে বাচ্চারা নিজেরা যাতে কিছু সমস্যা সমাধানের চেষ্টা করতে পারে তেমন সুযোগ করে দেওয়া প্রয়োজন। এর ফলে শিশুর আত্মবিশ্বাস বাড়ে এবং অন্যদের সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

ছবি: সংগৃহীত