ইদে বলিউড নায়িকাদের মতো সাজতে চান? হালকা মেকআপেই নজর কাড়তে কয়েকটি টিপ্‌স মেনে চলুন।

ছবি: সংগৃহীত

নো মেকআপ লুক

নো মেকআপ লুক দিতে চাইলে প্রাইমার, ফাউন্ডেশন এবং কনসিলার ব্যবহার করুন। আই মেকআপও রাখুন হালকা।

ছবি: সংগৃহীত

হেভি মেকআপ লুক

ইদের পার্টিতে জমকালো পোশাকে সাজলে তার সঙ্গে মেকআপ একটু চড়া হলে মন্দ লাগবে না। তবে, ফাউন্ডেশন ব্যবহার করুন স্কিন টোনের সঙ্গে মানিয়ে।

ছবি: সংগৃহীত

লাল লিপস্টিক

কালো বা লাল পোশাক পরলে  লাল লিপস্টিকে ঠোঁট রাঙিয়ে নিন।

ছবি: সংগৃহীত

ন্যুড শেডের লিপস্টিক 

আপনার ত্বক ‘ডাস্কি’ হলে ন্যুড শেডের লিপস্টিক উপযুক্ত। লাইট মেকআপের সঙ্গে এই লিপস্টিক মানানসই।

ছবি: সংগৃহীত

চোখের মেকআপ

সাবেকি সাজের সঙ্গে চোখে ঘন করে কাজল দিতে পারেন। হালকা মেকআপ করলেও খারাপ লাগবে না। 

ছবি: সংগৃহীত

‘স্মোকি আই’

 আই লাইনার এবং কাজল দিয়ে চোখে ‘স্মোকি লুক’ দিন। যে কোনও পোশাক বা সাজের সঙ্গে চোখের এই মেকআপ মানানসই।

ছবি: সংগৃহীত

মেকআপ দীর্ঘ সময় ধরে রাখতে জলরোধী সামগ্রী ব্যবহার করুন। মেকআপের শেষে সেটিং‌ স্প্রে দিতে ভুলবেন না। টাচ আপ করার সামগ্রী সঙ্গে রাখুন।

ছবি: সংগৃহীত