তাড়াহুড়ো করে গরম চা-কফি খেতে গিয়ে অনেক সময় জিভ পুড়ে যায়।

অস্বস্তি কমাতে ঘরেই কিছু ব্যবস্থা নেওয়া যায় যা জিভে তাৎক্ষণিক জ্বালাভাব উপশম করতে সক্ষম।

 চা পান করার সময় যদি জিভ বা গাল পুড়ে যায়, তবে প্রথমেই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

ঘরে অ্যালোভেরা গাছ থাকলে তার একটি ছোট টুকরো কেটে পুড়ে যাওয়া ক্ষতস্থানে সেই জেল লাগান।

জ্বালাপোড়া তীব্র হলে দই বা ঠান্ডা দুধ খেলে কিছুটা স্বস্তি মিলবে।

যদি জ্বালাপোড়া না কমে তাহলে পুদিনা পাতা ব্যবহার করুন। 

পুদিনা পাতা পিষে নিয়ে সেই রস পোড়া জায়গায় লাগানো যায়। ব্যথা কমবে।

 এ ছাড়া পুদিনা পাতা চিবিয়ে খেলে জিভের জ্বালাপোড়া লাঘব হয়।