ভাং খেয়ে পর দিন মাথা ধরা, ঘুম ঘুম ভাব?

ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন ধরেই বাঙালির রং খেলার একটি অন্যতম অনুষঙ্গ হিসাবে পরিচিতি পেয়ে আসছে ভাঙের শরবত।

ছবি: সংগৃহীত

কিন্তু শরীর যেন খারাপ না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে ভাঙের শরবত খাওয়ার সময়।

ছবি: সংগৃহীত

কারও বেশি নেশা হলে ঘি খাইয়ে দিন। এতে বমি হয়ে নেশা কমে যাবে।

ছবি: সংগৃহীত

টক জিনিসে নেশা কমতে পারে। লেবু, মুসান্বি, কমলালেবুর রস খেলে নেশা কমে যেতে পারে।

ছবি: সংগৃহীত

আদার রস খেলেও ভাঙের নেশা কমে যেতে পারে। 

ছবি: সংগৃহীত

ভাং খাওয়ার পর মিষ্টি খাবেন না। মিষ্টি খেলে নেশা আরও বাড়তে পারে।

ছবি: সংগৃহীত

ভাং খাওয়ার পর মদ খাবেন না অন্য কোনও নেশা করবেন না।

ছবি: সংগৃহীত