রান্না করতে গিয়ে গরম তেল ছিটে বা ছেঁকা লেগে ত্বক পুড়ে গিয়েছে?

ছবি: সংগৃহীত

দিন কয়েক আগে যেমনটা হয়েছিল সারা আলি খানের সঙ্গে। গরম কফি পড়ে পুড়ে গিয়েছিল অভিনেত্রীর পেটের কিছুটা অংশ। তবে কয়েকটি ঘরোয়া উপাদান ব্যবহার করে এই পোড়া দাগ তোলা সম্ভব!

ছবি: সংগৃহীত

মধু

মধুতে আছে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকেরিয়াল বৈশিষ্ট্য। যার ফলে পোড়া জায়গায় রোজ মধু লাগালে মিলিয়ে যাবে দাগ।

ছবি: সংগৃহীত

অ্যালো ভেরা

 পোড়া দাগে অ্যালো ভেরার পাল্প লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। রোজ লাগালে মিলিয়ে যাবে দাগ।

ছবি: সংগৃহীত

ডিম 

ডিমের সাদা অংশ পুড়ে যাওয়া দাগ তুলতে কার্যকরী।

ছবি: সংগৃহীত

নারকেল তেল

পুড়ে যাওয়া দাগ তুলতে নারকেল তেলে লেবুর রস মিলিয়ে লাগান। এটি দারুণ কার্যকর।

ছবি: সংগৃহীত

পেঁয়াজের রস 

পোড়া দাগ মুছতে পেঁয়াজের রসও লাগাতে পারেন। পেঁয়াজ বেটে রস বার করে ক্ষতস্থানে লাগিয়ে কিছু ক্ষণ রেখে ধুয়ে নিতে হবে। রোজ ব্যবহারে ফল মিলবে হাতেনাতে।

ছবি: সংগৃহীত

লেবু

লেবুর রসে টোম্যাটো মিশিয়ে পুড়ে যাওয়া দাগে লাগালে ধীরে ধীরে মিলিয়ে যাবে ওই দাগ।

ছবি: সংগৃহীত