দোলের দিন রং খেললেও চোখের যত্ন নিতে ভুলবেন না। অনুসরণ করুন কয়েকটি টিপ্‌স।

ছবি: সংগৃহীত

রঙের মধ্যে অনেক রাসায়নিক থাকে যা চোখের ক্ষতি করতে পারে।

ছবি: সংগৃহীত

একটু সতর্ক থাকলেই চোখ ভাল রেখেও রং খেলতে পারবেন।

ছবি: সংগৃহীত

লেন্স পরলে রং খেলার আগে লেন্স খুলে রাখবেন। প্রয়োজনে চশমা পরে রং খেলুন।

ছবি: সংগৃহীত

চুল সঠিক ভাবে বেঁধে রাখুন যাতে চুলের রং চোখে কোনও ভাবে ঢুকতে না পারে।

ছবি: সংগৃহীত

 রং খেলার আগে চোখের চারপাশে ভাল করে নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিতে পারেন।

ছবি: সংগৃহীত

রং খেলার সময় আনন্দ করুন, কিন্তু রং খেলুন সাবধানে। এতে রাসায়নিক যুক্ত রং চোখে পড়ে চোখের ক্ষতির আশঙ্কা কমে।

ছবি: সংগৃহীত

যদি চোখে রং পড়ে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে ফেলুন। চোখ ঘষবেন না।

ছবি: সংগৃহীত