বাড়ি যতই পরিচ্ছন্ন রাখুন না কেন, টিকটিকি দূরে রাখা সহজ নয়। কোথা থেকে যে এসে পড়ে, কে জানে!

ছবি: সংগৃহীত

টিকটিকি থেকে নানা রকমের জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। ফলে ঘরে টিকটিকি ঘুরে বেড়ানো বিশেষ কাজের বিষয় নয়। 

ছবি: সংগৃহীত

তার থেকে রোগও ছড়ায়। তবে কয়েকটি সহজ টোটকায় মিটতে পারে সমস্যা।

ছবি: সংগৃহীত

টিকটিকি তাড়াতে দেওয়ালের চার পাশে বোরক্স পাউডার ছিটিয়ে দিন।

ছবি: সংগৃহীত

রান্নাঘর এবং বাথরুমের কাছে ‘কার্বলিক সোপা’ স্প্রে করুন।

ছবি: সংগৃহীত

টিকটিকি বাথরুম বা রান্নাঘরের কাছাকাছি ঘোরাঘুরি করে। তাই সেই সব জায়গা পরিষ্কার রাখুন।

ছবি: সংগৃহীত

দেওয়ালের মধ্যে যদি গর্ত থাকে যেখান থেকে প্রায়ই টিকটিকি আসে, তা বন্ধ করে দিন।

ছবি: সংগৃহীত

ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্ন নিন। অনেক সময় বেশি ধুলো-ময়লা জমলেও টিকটিকির উপদ্রব বাড়তে পারে।

ছবি: সংগৃহীত

উজ্জ্বল আলোতে পোকামাকড় দেখে টিকটিকি আসে। তাই হালকা আলো লাগান।

ছবি: সংগৃহীত