কম বয়সে পাকা চুলের সমস্যা এখন অনেকেরই। এর পিছনে নানা রকম কারণ থাকতে পারে।

ছবি: সংগৃহীত

আধুনিক জীবনযাত্রায় অতিরিক্ত মানসিক চাপের কারণে আজকাল কম বয়সেই অনেকের চুলে পাক ধরছে।

ছবি: সংগৃহীত

নানা প্রকার রোগের কারণেও, কিংবা ধূমপানের কারণেও চুল পেকে যাওয়ার প্রবণতা দেখা যায়।

ছবি: সংগৃহীত

বংশগত কারণেও অনেকের মাথার চুল সাদা হয়ে যায়। সাদা চুলের সমস্যা মানুষের মনের উপর অনেকটা প্রভাব ফেলে।

ছবি: সংগৃহীত

তবে সাদা চুলের এই সমস্যার সমাধান পাওয়া যাবে হেঁশেলের কিছু উপাদানেই। বানিয়ে নিতে হবে কয়েকটি তেল।

ছবি: সংগৃহীত

প্রথমে আমলকি কিনে এনে ছোট ছোট করে কেটে শুকিয়ে নিন। এবার সেই শুকনো আমলকি নারকেল তেলে মিশিয়ে ফুটিয়ে নিন। এই তেল আপনার সাদা চুল কালো করতে কাজে আসবে।

ছবি: সংগৃহীত

এক মুঠো কেশুত পাতা নারকেল তেলে দিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে সেই তেল বোতলে রেখে দিন। খুব ভাল হয় যদি এই তেল রাতে মেখে পরের দিন শ্যাম্পু করে নিতে পারেন।

ছবি: সংগৃহীত

এক বাটি তেলে বেশ কয়েকটি জবা ফুল দিয়ে ফুটিয়ে নিন। এই তেলটিও রাতে মেখে পরের দিন শ্যাম্পু করে নিন, উপকার পাবেন।

ছবি: সংগৃহীত