গরমে ঘামের সঙ্গে দেখা দেয় নানা ত্বকের সমস্যা। অ্যালার্জি,  র‌্যাশ এবং ঘামাচি তার মধ্যে অন্যতম।

ছবি: সংগৃহীত

তবে সহজ ঘরোয়া কিছু টোটকা মেনে চললেই গরমের এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

ছবি: সংগৃহীত

অ্যালো ভেরা জেল

ত্বকের জ্বালা, লাল ভাব ও চুলকানি কমাতে অ্যালো ভেরা জেল মাখতে পারেন।

ছবি: সংগৃহীত

বেকিং সোডা

জল ও বেকিং সোডা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এ বার যে জায়গায় ঘামাচি হয়েছে, সেখানে মিশ্রণটি মাখিয়ে কিছু ক্ষণ রেখে দিন।  তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

ছবি: সংগৃহীত

অ্যাপ‌্ল সাইডার ভিনিগার’

জলের সঙ্গে অ্যাপ‌্ল সাইডার ভিনিগার মিশিয়ে তুলো দিয়ে ত্বকে যেখানে ঘামাচি হয়েছে, সেখানে মাখিয়ে রাখুন।

ছবি: সংগৃহীত

মিন্ট অয়েল

স্নানের জলে মিন্ট অয়েল মিশিয়ে স্নান করুন,  উপকার পাবেন।

ছবি: সংগৃহীত

নারকেল তেল   

ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ও চুলকানি থেকে রেহাই পেতে নারকেল তেল মাখতে পারেন।

ছবি: সংগৃহীত

বরফ   

একটি শুকনো কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে ১০-১৫ মিনিট ধরে ঘামাচির উপর লাগান। দিনে ৩-৪ বার এই ভাবে করলে ভাল ফল পাবেন।

ছবি: সংগৃহীত