শীতে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে পড়ছে? সজনে পাতার গুণে ফিরবে ত্বকের জেল্লা।

ছবি: সংগৃহীত

 সজনের গুণে ত্বক হয়ে উঠতে পারে মসৃণ এবং প্রাণোজ্জ্বল। স্ক্রাবার এবং সিরাম— দু’ভাবেই ব্যবহার করা যায় সজনে পাউডার।

ছবি: সংগৃহীত

 সজনে পাতা গুঁড়ো করে নিন। এক চামচ সজনে পাউডারের সঙ্গে দু’চামচ মধু মিশিয়ে একটি মাস্ক তৈরি করুন এবং মুখে লাগান।

ছবি: সংগৃহীত

ত্বককে নরম এবং ঝকঝকে রাখতে সজনে তেলের সিরাম ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

এক চামচ সজনে পাউডার, দু’চামচ ওট্‌স, এক চামচ মধু মিশিয়ে ফেস স্ক্রাব তৈরি করে নিন। এই স্ক্রাব রোজ ব্যবহার করলে ত্বক পরিষ্কার থাকবে।

ছবি: সংগৃহীত

অ্যাভোকাডোর মিশ্রণে সজনের পাউডার বা তেল মিশিয়ে মুখে লাগান, ত্বক হয়ে উঠবে চকচকে।

ছবি: সংগৃহীত

বলিরেখা কমাতে মুখে সজনে দিয়ে তৈরি ফেসিয়াল অয়েল ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

ত্বক পরিষ্কারের পাশাপাশি ত্বকের মৃত কোষ দূর করতে প্রতি দিন সজনে পাতার ফেস স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করুন।

ছবি: সংগৃহীত