বিয়ের মরসুমে পর পর নিমন্ত্রণ রয়েছে? লেগেই রয়েছে ভূরিভোজ!

ছবি: সংগৃহীত

ঘন ঘন ভাজাভুজি খেলে পেটের গোলমাল যে হবে, তাতে কোনও সন্দেহ নেই।

ছবি: সংগৃহীত

তবে পেটখারাপের সমস্যা দূরে রাখতে বদল আনতে হবে রোজের কয়েকটি অভ্যাসে।

ছবি: সংগৃহীত

রাতে ভারী খাবারের বদলে হালকা খাওয়াই ভাল। এতে হজমের গোলমাল কমে, লিভার ভাল থাকে। 

ছবি: সংগৃহীত

 সন্ধ্যা ৭টার আগে রাতের খাবার খেলে বিপাক ক্রিয়া শক্তিশালী হয়।

ছবি: সংগৃহীত

 রাতের খাবার এমন হওয়া উচিত যাতে তা সহজে হজম হয়।  দিনের বেলাও ন্যূনতম তেলে রান্না করা খাবার খান।

ছবি: সংগৃহীত

 ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়ার আগে একটু স্যুপ খান যাতে শরীর পর্যাপ্ত হাইড্রেশন পায়।

ছবি: সংগৃহীত

 পুষ্টিকর এবং হালকা খাবার শরীরে শক্তির জোগান দেয় এবং এই ধরনের খাবার খেলে ঘুমও ভাল হয়।

ছবি: সংগৃহীত