মেট গালা ২০২৪-এর মঞ্চ জুড়ে এ বার ছিল ফুলের রাজত্ব। সেই সব ফুল ছাপিয়েও কোন কোন ভারতীয়ের উপর থাকল সকলের নজর?

ছবি: সংগৃহীত

এ বছরের মেট গালার থিম ছিল ‘দ্য গার্ডেন অফ টাইম’এবং ‘স্লিপিং বিউটিজ়: রিঅ্যাওয়েকেনিং ফ্যাশন’, তাই প্রায় সকলের পোশাকেই ছিল ফুলের ছোঁয়া।

ছবি: সংগৃহীত

ভারতীয় তারকাদের মধ্যে নজর কাড়লেন উদ্যোগপতি মোনা পটেল। তাঁর পরনে ছিল ‘মেকানিক্যাল প্রজাপতি’ থিমের অফ শোল্ডার গাউন।

ছবি: সংগৃহীত

ছকভাঙা সাজের দুনিয়ায় বিখ্যাত নাম নাতাশা পুণাওয়ালা। এ বারের মেট গালায় তিনি পোশাকশিল্পী জন গ্যালিয়ানোর তৈরি সাদা-কালো বডিকন গাউন পরে এসেছিলেন।

ছবি: সংগৃহীত

নাতাশা পুণাওয়ালার দ্বিতীয় পোশাকে ছিল ‘স্লিপিং বিউটি’-র ছোঁয়া। বালিশের ‘হেড গিয়ার’ তাঁর পোশাককে অন্য মাত্রা দিয়েছিল।

ছবি: সংগৃহীত

ভারতীয় ব্যাবসায়ী সুধা রেড্ডি মেট গালা ২০২৪-এর গালিচায় হেঁটেছেন পোশাকশিল্পী তরুণ তাহলিয়ানির তৈরি সাদা রঙের সিল্কের গাউন পরে।

ছবি: সংগৃহীত

সুধা রেড্ডি তাঁর গাউনের সঙ্গে একটি ১৮০ ক্যারেট হিরের গলার হার পরেছিলেন।

ছবি: সংগৃহীত

সব্যসাচী মুখোপাধ্যায় প্রথম ভারতীয় পোশাকশিল্পী হিসাবে মেট গালা ২০২৪-এর গালিচায় হেঁটেছেন।

ছবি: সংগৃহীত