দীর্ঘ দিন সতেজ এবং সুস্বাদু রাখতে ফ্রিজে রাখবেন কোন কোন খাবার? 

ছবি: সংগৃহীত

মাখন

 মাখন ফ্রিজে রাখলে তা দীর্ঘ দিন টাটকা থাকে। এর স্বাদও বজায় থাকে।

ছবি: সংগৃহীত

কেচাপ

 টক-ঝাল স্বাদের কেচাপ ফ্রিজে রাখলে তা দীর্ঘ দিন তাজা এবং সুস্বাদু থাকে।

ছবি: সংগৃহীত

ডিম

 ডিম নিরাপদে তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রাখা যায়।

ছবি: সংগৃহীত

পিনাট বাটার

 ফ্রিজে রাখলে পিনাট বাটার আঠালো হবে না। বাইরে রেখে দিলে খারাপ হয়ে যেতে পারে। তাই এটি ফ্রিজে রাখাই ভাল।

ছবি: সংগৃহীত

ভুট্টা

ভুট্টা কয়েক দিন রেখে খেতে চাইলে ফ্রিজে রাখুন। বাইরে থাকলে এর স্বাভাবিক স্বাদ বদলে যেতে পারে।

ছবি: সংগৃহীত

লেবু 

  সতেজ রাখতে যে কোনও ধরনের লেবু অবশ্যই ফ্রিজে রাখুন।

ছবি: সংগৃহীত

আটা

 গমের আটা ফ্রিজে রাখলে এর স্বাদ বজায় থাকবে দীর্ঘ দিন। পোকাও হবে না।

ছবি: সংগৃহীত