ছুটিতে লাদাখ যাওয়ার ইচ্ছা? কিন্তু, কখনও সময়, আবার কখনও বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটি মিলছে না?

ছবি: সংগৃহীত

  লাদাখ না হোক, অল্প ছুটিতে ঘুরে আসতে পারেন ‘মিনি লাদাখ’ থেকে! দিল্লির কাছে ফরিদাবাদে রয়েছে পানিকোট (সিরোহি) হ্রদ। প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে তুলনা করে একে ‘মিনি লাদাখ’ বলা হয়। 

ছবি: সংগৃহীত

 ফরিদাবাদ থেকে ২০ কিলোমিটার দূরে আলমপুর গ্রামের কাছে এই সুন্দর হ্রদটি অবস্থিত।

ছবি: সংগৃহীত

 আরাবল্লী পাহাড়ে ঘেরা এই হ্রদের সৌন্দর্য মুগ্ধ করবে। এখানে প্রচুর পাখির আনাগোনাও রয়েছে।

ছবি: সংগৃহীত

লাদাখে প্যাংগং হ্রদের মতো পানিকোটের জলও স্বচ্ছ এবং পরিষ্কার।

ছবি: সংগৃহীত

 লাদাখের মতো এখানে পাথরের উপর বাইক বা গাড়ি চালানোর রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।

ছবি: সংগৃহীত

হালকা শীতের আমেজে বন্ধুদের সঙ্গে  সপ্তাহান্তে বা দীপাবলীর ছুটিতে ‘মিনি লাদাখ’ ঘুরে আসার পরিকল্পনা করতেই পারেন।

ছবি: সংগৃহীত

ছবি তোলার নেশা থাকলে এখানে হ্রদ এবং পাথরের মনোরম দৃশ্যের মাঝে দুর্দান্ত ছবিও তুলতে পারবেন।

ছবি: সংগৃহীত