চেনা হোক বা অচেনা, যে কোনও মানুষের সঙ্গে দেখা হলে অনেকেই করমর্দন করেন৷ কিন্তু জানেন কি এই হাত মেলানোর ধরন বলে দিতে পারে আপনার স্বাস্থ্যের হাল হকিকত!

ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞদের মতে, হাত মেলানোর সময় প্রাপ্ত সঙ্কেতগুলি থেকে শারীরিক অবস্থা সম্পর্কে অনেক কিছু জানা যায়।

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যের অবস্থা বুঝতে পারলে  প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে সুবিধা হবে। 

ছবি: সংগৃহীত

 কেউ যদি হাত মেলানোর সময় আস্তে আস্তে হাত নাড়েন, তা হলে হতে পারে তাঁর হার্ট দুর্বল।  

ছবি: সংগৃহীত

খুব আস্তে আস্তে হাত নাড়ানোর অর্থ হতে পারে শারীরিক ভাবে তিনি ক্লান্ত, বিষণ্ণ অথবা দুর্বল৷

ছবি: সংগৃহীত

হাতের তালুতে অতিরিক্ত ঘাম থাকলে হাইপারহাইড্রোসিস হতে পারে। 

ছবি: সংগৃহীত

অলস ভাবে হাত মেলালে ডিমেনশিয়া বা আর্থ্রাইটিসের ঝুঁকি থাকতে পারে৷ 

ছবি: সংগৃহীত

গবেষণায় বলা হয়েছে, হাত মেলানোর সময় হাতের মুঠি খুবই আলগা থাকলে শ্বাসকষ্টের ঝুঁকি থাকতে পারে৷

ছবি: সংগৃহীত