শীতে রোগবালাই দূরে রাখতে খাদ্যতালিকায় কী কী রাখবেন?

ছবি: সংগৃহীত

ডিম

 ডিমের কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। জলখাবারে দু’টি ডিম সিদ্ধ খেলে ভিটামিন ডি-এর অভাব হবে না।

ছবি: সংগৃহীত

পনির

 ‘সুইস’ এবং ‘শেডার’ পনির ভিটামিন ডি-এর ভাল উৎস।

ছবি: সংগৃহীত

মাশরুম

 মাশরুমে প্রচুর ভিটামিন ডি পাওয়া যায়। এটি খেলে হাড় মজবুত হয়।

ছবি: সংগৃহীত

সূর্যমুখীর বীজ

 শরীরে ভিটামিন ডি সরবরাহের জন্য সূর্যমুখীর বীজ স্ন্যাকস হিসাবে খাওয়া যেতে পারে।

ছবি: সংগৃহীত

মাছ

 স্যামন, ম্যাকেরেল এবং টুনা মাছে রয়েছে প্রচুর ভিটামিন ডি।

ছবি: সংগৃহীত

বাদাম দুধ

 ‘আমন্ড মিল্ক’, ‘সয়া মিল্ক’ এবং ‘ওট মিল্ক’-এ ভাল পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়।

ছবি: সংগৃহীত

সয়াজাত খাদ্যদ্রব্য

 সয়া দই, সয়া পনিরের মতো সয়া থেকে তৈরি পণ্যে ভিটামিন ডি প্রচুর পরিমাণে পাওয়া যায়।

ছবি: সংগৃহীত