কোন সাত ভেষজ উপাদান চুল ঝরে পড়া রোধ করতে ম্যাজিকের মতো কাজ করে?

ছবি: সংগৃহীত

 ভৃঙ্গরাজ

ভৃঙ্গরাজ চুলকে গোড়া থেকে মজবুত করে। ফলে চুল পড়া কমে। চুলের বৃদ্ধিও দ্রুত হয়।

ছবি: সংগৃহীত

আমলকী

চুলের জন্য আমলকী খুব উপকারী। খুশকি দূর করার পাশাপাশি এটি চুল পড়াও রোধ করে।

ছবি: সংগৃহীত

ব্রাহ্মী শাক

 ব্রাহ্মী শাক মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে, মানসিক চাপ দূর করে এবং চুল পড়া কমায়।

ছবি: সংগৃহীত

নিম

অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত নিম পাতা মাথার ত্বক পরিষ্কার করে এবং খুশকি প্রতিরোধ করে।

ছবি: সংগৃহীত

শিকাকাই

 শিকাকাই চুলের জন্য খুবই উপকারী, চুলকে মজবুত, ঘন ও ঝলমলে করতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

মেথি

 প্রোটিন সমৃদ্ধ মেথি চুলের বৃদ্ধিতে সহায়ক। এটি খুশকিও কমায়।

ছবি: সংগৃহীত

জবা

জবা পাতা এবং ফুল চুলের পুষ্টি জোগায়, চুল পড়া রোধ করে এবং চুলকে প্রাকৃতিক ঔজ্জ্বল্য দেয়।

ছবি: সংগৃহীত