ফুসফুসকে সুস্থ রাখতে খাদ্যতালিকায় কোন পাঁচ পানীয় অবশ্যই রাখতে হবে?

ছবি: সংগৃহীত

গ্রিন টি

 অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ গ্রিন টি-তে এমন বৈশিষ্ট্য রয়েছে যা প্রদাহ রোধে সহায়ক এবং ফুসফুসের জন্য উপকারী।

ছবি: সংগৃহীত

হলুদ দুধ

হলুদে পাওয়া কার্কিউমিন নামক উপাদান ফুসফুসের ফোলাভাব কমাতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গরম জলে লেবু

 লেবুর রস দিয়ে গরম জল পান করলে শুধু ওজন কমে না, ফুসফুসের স্বাস্থ্যও ভাল হয়।

ছবি: সংগৃহীত

গরম জলে মধু

 গলা ব্যথা এবং কাশি কমানোর পাশাপাশি শ্বাসকষ্টেও আরাম দেয় মধু।

ছবি: সংগৃহীত

আনারসের সরবত

 ভিটামিন সি সমৃদ্ধ আনারসে পাওয়া যায় ব্রোমেলেন, যা ফোলাভাব ও শ্লেষ্মা কমাতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

বিটের রস

 অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর বিটের রস ফুসফুসকে সুস্থ রাখতে বেশ কার্যকরী।

ছবি: সংগৃহীত

রসুনের জল

 অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান থাকায় রসুনের জল শ্বাসযন্ত্রের জন্য উপকারী।

ছবি: সংগৃহীত

পরবর্তী খবর পড়ুন

ছবি: সংগৃহীত