শ্যাম্পু করার সময় ছোটখাটো ভুলের কারণে চুল পড়তে পারে।

ছবি: সংগৃহীত

চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পেতে পরিষ্কারের সময় কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে?

ছবি: সংগৃহীত

বাজারচলতি যে কোনও শ্যাম্পু কিনবেন না। বরং আপনার চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু ব্যবহার করুন।

ছবি: সংগৃহীত

 প্রথমে চুল ভাল করে ভিজিয়ে নিয়ে তার পর শ্যাম্পু লাগান। জোরে জোরে চুল ঘষার পরিবর্তে চুলের গোড়ায় আলতো ভাবে মাসাজ করুন।

ছবি: সংগৃহীত

শ্যাম্পু সরাসরি চুলে না লাগিয়ে একটি পাত্রে জল এবং শ্যাম্পুর কিছুটা দ্রবণ তৈরি করে চুলে লাগান।

ছবি: সংগৃহীত

 প্রতি দিন শ্যাম্পু করা উচিত নয়। এতে চুল শুষ্ক হতে পারে। সপ্তাহে তিন বার শ্যাম্পু করাই যথেষ্ট।

ছবি: সংগৃহীত

 অনেকেই চুলের গোড়ায় কন্ডিশনার লাগান। এটি করবেন না। কন্ডিশনার শুধু চুলে লাগান, মাথার ত্বকে নয়।

ছবি: সংগৃহীত

 চুল পরিষ্কারের জন্য ঠান্ডা জল ব্যবহার করুন। গরম জল চুলের ক্ষতি করতে পারে।

ছবি: সংগৃহীত