শীতের শুষ্ক দিনে শরীরে জলের ঘাটতি পূরণ করতে এবং শরীরকে উষ্ণ রাখতে খেতে পারেন সাত পানীয়।

ছবি: সংগৃহীত

সিনামন লাটে

 ফুটন্ত জলে কফির গুঁড়ো আর দু’চামচ মধু মিশিয়ে নিন। এর পর ৩/৪ কাপ দুধ নিয়ে তাতে এক টুকরো দারচিনি দিতে হবে৷ দুধ ফুটে এলে ভাল ভাবে ফেটিয়ে ফেনা তৈরি করুন৷ কফি মিশ্রণটা ফেনাসমেত দুধে ঢেলে দিন। উপরে অল্প দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিন।

ছবি: সংগৃহীত

মশলা চা

শীতের দিনে লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ, আদা দিয়ে ফুটিয়ে নিন চা। মশলা চা স্বাদে গন্ধে অতুলনীয়। ঠান্ডা লাগা থেকেও বাঁচাবে।

ছবি: সংগৃহীত

হট চকলেট

 গরম দুধ, ক্রিম আর কোকো পাউডার মিশিয়ে নিন। এর পর গরম চকোলেট দিয়ে তাতে ইচ্ছে হলে মার্শমেলো মিশিয়ে নিতে পারেন৷

ছবি: সংগৃহীত

রেড ওয়াইন

অল্প পরিমাণে রেড ওয়াইন খেলে হার্ট ভাল থাকে। শীতের রাতে অল্প রেড ওয়াইনে লবঙ্গ, দারুচিনি, স্টার অ্যানিস বা তারাফুল মিশিয়ে খেতে পারে৷।

ছবি: সংগৃহীত

 পিপারমেন্ট সিরাপের কফি

এসপ্রেসো কফি, চকোলেট এবং পিপারমেন্ট সিরাপ মিশিয়ে বানিয়ে নিন বিশেষ কফি। শীতে শরীর থাকবে উষ্ণ।

ছবি: সংগৃহীত

আইরিশ কফি

 একটি গ্লাসের চার ভাগের তিন ভাগ গরম কফি দিয়ে তাতে ব্রাউন সুগার মিশিয়ে নিন৷ এর মধ্যে আইরিশ হুইস্কি আর হুইপড ক্রিম মিশিয়ে বানিয়ে নিন আইরিশ কফি৷

ছবি: সংগৃহীত

ক্যারামেল আপেল সাইডার

কফি আর দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন। এর পর অ্যাপল সাইডার আর ক্যারামেল সিরাপের মিশ্রণ যোগ করুন কফিতে। উপর থেকে হুইপড ক্রিম আর দারুচিনি গুঁড়ো দিয়ে পরিবেশন করুন।

ছবি: সংগৃহীত