বাজার থেকে পাকা ডালিম কিনতে গেলে খেয়াল রাখুন কয়েকটি বিষয়ে।

ছবি: সংগৃহীত

ডালিমে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান পাওয়া যায়। এটি শরীরের জন্য খুবই উপকারী।

ছবি: সংগৃহীত

গরমের সময় খাদ্যতালিকায় ডালিম রাখতে পারেন।

ছবি: সংগৃহীত

ডালিম কেনার সময় যদি বুঝতে না পারেন সেটি ভিতর থেকে পেকেছে কি না, তা হলে কয়েকটি টিপ্‌স মেনে চলুন। 

ছবি: সংগৃহীত

ডালিম কেনার সময় ওজন দেখে নিন। কাঁচা ডালিমের চেয়ে পাকা ডালিম ভারী হবে।

ছবি: সংগৃহীত

পাকা ডালিমে দানার ভিতরে রস বেশি থাকে। এর ফলে এর ওজন বৃদ্ধি পায় এবং ছাল নরম হয়।

ছবি: সংগৃহীত

 পাকা ডালিমের উপর হাত দিয়ে চাপড় মারলে তার থেকে ফাঁপা আওয়াজ আসে।

ছবি: সংগৃহীত

পাকা ডালিমের খোসায় হালকা রেখা দেখা যায় যা কাঁচা ডালিমের খোসায় থাকে না।

ছবি: সংগৃহীত