নকল ওষুধ কিনছেন না তো? কী ভাবে চিনবেন আসল আর নকল ওষুধ?

ছবি: সংগৃহীত

প্যাকেজিং

ওষুধ কেনার সময় এর প্যাকেট ভাল ভাবে পরীক্ষা করুন। খারাপ মানের হরফে ছাপা থাকলে নকল ওষুধ হতে পারে।

ছবি: সংগৃহীত

বারকোড

 ১০০ টাকার বেশি দামের ওষুধে বারকোড থাকে। বারকোড স্ক্যান করলে কোথা থেকে কী ভাবে ওষুধ এসেছে সেই তথ্য পাবেন।

ছবি: সংগৃহীত

 কম দামে বা বেশি ছাড়ের প্রলোভনে কোনও অজানা ওয়েবসাইট থেকে ওষুধ কিনবেন না।

ছবি: সংগৃহীত

কোনও পরিচিত ওষুধের প্যাকেট দেখতে অন্যরকম হলে সতর্ক থাকতে হবে।

ছবি: সংগৃহীত

যদি ওষুধের প্যাকেট ছিঁড়ে যায় বা ওষুধের পাতায় বুদবুদের মতো আস্তরণ থাকে, তা হলে সেই ওষুধ কিনবেন না।

ছবি: সংগৃহীত

সঠিক তথ্যের জন্য, ওষুধ যে সংস্থায় তৈরি হয়েছে সেখানে যোগাযোগ করা যেতে পারে।

ছবি: সংগৃহীত

টোল ফ্রি নম্বর ১৮০০১১১২৫৫-এ জাল ওষুধ সম্পর্কে অভিযোগও জানাতে পারেন।

ছবি: সংগৃহীত