মশা বেশি কামড়ায় কাদের? ডেঙ্গি আবহের মধ্যে কাদের বেশি সতর্ক থাকতে হবে?

ছবি: সংগৃহীত

মশা বেশি কামড়ানোর নেপথ্যে কোন কোন সম্ভাব্য কারণ থাকতে পারে?

ছবি: সংগৃহীত

যাদের শরীরের তাপমাত্রা বেশি তাদের মশা বেশি কামড়ায়, জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

ছবি: সংগৃহীত

 অনেকের শরীরের ঘামের গন্ধে মশারা বেশি আকৃষ্ট হয়। 

ছবি: সংগৃহীত

শরীরচর্চা করার পর ঘামের গন্ধে মশা আকৃষ্ট হতে পারে। ফলে যাঁরা বেশি শরীরচর্চা করেন, তাঁদের মশা বেশি কামড়ায়।

ছবি: সংগৃহীত

একটি গবেষণায় পাওয়া তথ্যে জানা গিয়েছে, যাঁরা বিয়ার পান করেন তাঁদের মশা বেশি কামড়াতে পারে।

ছবি: সংগৃহীত

মশার কামড়ের নেপথ্যে রক্তের গ্রুপও একটি বড় কারণ।

ছবি: সংগৃহীত

যাঁদের রক্তের গ্রুপ—ও, তাঁদের মশা বেশি কামড়ায়। এমনকি কাপড়ের রঙও এই ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।

ছবি: সংগৃহীত

কালো, নীল, বাদামী ইত্যাদি গাঢ় রঙের পোশাক পরলে মশা বেশি কামড়াতে পারে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

ছবি: সংগৃহীত