পুজোয় ভূরিভোজ শেষে মিষ্টিতে একটু স্বাদবদল করতে চাইছেন? নারকেলের এই ছ’রকম মিষ্টি বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই।

ছবি: সংগৃহীত

তালিকায় রয়েছে নারকেল কেক, পাই থেকে আইসক্রিম, এমনকি ম্যাকারনও।

ছবি: সংগৃহীত

নারকেল কেক

 কেকের মিশ্রণ তৈরির সময় নারকেল দুধ এবং নারকেলের এসেন্স মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিন। কেক ওভেনে বেক করে নিলেই লারকেল কেক তৈরি।

ছবি: সংগৃহীত

নারকেলের পাই

  ভিন্ন স্বাদের মিষ্টি বানাতে চাইলে বানিয়ে ফেলুন নারকেলের পাই।

ছবি: সংগৃহীত

নারকেল আইসক্রিম

 নারকেলের শাঁস দিয়ে তৈরি আইসক্রিম, শিশু থেকে বয়স্ক সকলেই পছন্দ করেন।

ছবি: সংগৃহীত

নারকেল ম্যাকারন

 বাইরে থেকে মুচমুচে এবং ভিতরে নরম নারকেল ম্যাকারন ডার্ক চকোলেটে মিশিয়ে পরিবেশন করুন।

ছবি: সংগৃহীত

নারকেল নাড়ু

বাঙালির ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয় নারকেল নাড়ু। এই মিষ্টি ছাড়া যে কোনও পুজো অসম্পূর্ণ।

ছবি: সংগৃহীত

‘কোকোনাট ব্যানানা পাই’

 ‘কোকোনাট ব্যানানা ক্রিম পাই’-তে একই সঙ্গে নারকেল, কলা এবং ক্রিমের স্বাদ মিলবে। বাটারের মিশ্রণে তৈরি এই ডেজ়ার্ট বাইরে থেকে মুচমুচে।

ছবি: সংগৃহীত