চকচকে মসৃণ আর উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু শীত মানেই রুক্ষ, শুষ্ক ত্বক।

ছবি: সংগৃহীত

 ভাল প্রসাধনীর দাম আকাশছোঁয়া। আবার বাজারচলতি প্রসাধনী ত্বকের জন্য উপকারী না হতেও পারে।

ছবি: সংগৃহীত

 বাজারচলতি প্রসাধনী ছেড়ে ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়ে। কম খরচে পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক।

ছবি: সংগৃহীত

ত্বকের জন্য অত্যন্ত উপকারী দুধ। কিন্তু দুধ ত্বকে লাগানোর আগে নির্দিষ্ট নিয়ম জানা জরুরি।

ছবি: সংগৃহীত

প্রথমে কাঁচা দুধ মুখে ভাল ভাবে মেখে নিন। কিছু ক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

ছবি: সংগৃহীত

কাঁচা দুধ ত্বক থেকে যাবতীয় নোংরা দূর করতে সাহায্য করে।

ছবি: সংগৃহীত

 এর পর বানিয়ে নিন উপটান। কাঁচা দুধের মধ্যে অল্প বেসন, মধু, কাঁচা হলুদ আর এক চিমটি জাফরান মিশিয়ে নিন।

ছবি: সংগৃহীত

এই মিশ্রণটি ভাল ভাবে মুখে আর ঘাড়ে মেখে অপেক্ষা করুন ২০ মিনিট। অল্প শুকিয়ে গেলে আলতো হাতে এক-দু'বার ঘষে উষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন।

ছবি: সংগৃহীত

সপ্তাহে দুই থেকে তিন বার এই উপটান লাগালে শীতেও আপনার ত্বক থাকবে চকচকে, মসৃণ উজ্জ্বল আর দাগহীন।

ছবি: সংগৃহীত