Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মামলার জেরে কমছে প্রবেশকর আদায়: মন্ত্রী

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে প্রবেশকরের হার কম। রাজ্যে ওই কর বাবদ রাজস্ব আদায়ের পরিমাণ কমে যাচ্ছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র মঙ্গলবার বিধানসভায় জানান। বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী দু’টি আর্থিক বছরে প্রবেশকর আদায়ের খতিয়ান পেশ করেন। তাঁর হিসেব, ২০১২-’১৩ সালে রাজ্যে প্রবেশকর খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১২৮৩ কোটি ৭২ লক্ষ টাকা। তার পরের বছর অর্থাৎ ২০১৩-’১৪ অর্থবর্ষে সেই আদায়ের পরিমাণ ৯৯৯ কোটি ৫৮ লক্ষ টাকা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০৩:৪৭
Share: Save:

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে প্রবেশকরের হার কম। রাজ্যে ওই কর বাবদ রাজস্ব আদায়ের পরিমাণ কমে যাচ্ছে বলে অর্থমন্ত্রী অমিত মিত্র মঙ্গলবার বিধানসভায় জানান।

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে অর্থমন্ত্রী দু’টি আর্থিক বছরে প্রবেশকর আদায়ের খতিয়ান পেশ করেন। তাঁর হিসেব, ২০১২-’১৩ সালে রাজ্যে প্রবেশকর খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১২৮৩ কোটি ৭২ লক্ষ টাকা। তার পরের বছর অর্থাৎ ২০১৩-’১৪ অর্থবর্ষে সেই আদায়ের পরিমাণ ৯৯৯ কোটি ৫৮ লক্ষ টাকা।

প্রবেশকর আদায় কমছে কেন?

মন্ত্রী জানান, এর মূল কারণ, কিছু সংস্থা প্রবেশকর দেওয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে। এই ধরনের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে হেরে রাজ্য সরকার আপিল করেছে ডিভিশন বেঞ্চে। বিহার, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশার মতো রাজ্যও প্রবেশকর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছে।

বিরোধীদের অভিযোগ, চুঙ্গিকর তুলে দেওয়ার পরে রাজ্যে নতুন করে প্রবেশকর চালু করার ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। অমিতবাবু অবশ্য বিরোধীদের এই অভিযোগ মানতে চাননি। তিনি জানান, যে-সব রাজ্যে প্রবেশকর চালু আছে, সেখানে দুই, তিন, এমনকী বিহারে আট শতাংশ হারেও এই কর আদায় করা হয়। কিন্তু এ রাজ্যে মাত্র এক শতাংশ হারে প্রবেশকর আদায়ের নিয়ম চালু করা হয়েছে।

কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিধানসভায় জানতে চান, সরকার দাবি করে আসছে, প্রবেশকর বাবদ পাওয়া রাজস্ব বিভিন্ন উন্নয়নমূলক খাতে খরচ করা হয়। কিন্তু কোন উন্নয়নমূলক কাজে এই অর্থ ব্যয় করা হবে, তা স্থির করেন কে? অর্থমন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রী ও সচিবদের সঙ্গে আলোচনা করে উন্নয়নমূলক কাজের তালিকা স্থির করা হয়। প্রবেশকরের টাকা রাস্তা তৈরিতে খরচ করা হচ্ছে। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দার্জিলিং, হাওড়া জেলায় ওই করের টাকায় অনেক রাস্তার কাজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

west bangal amit mitra entry tax
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE