সদর দফতরে কামান দাগা হল ঠিকই। কিন্তু সেনা তেমন জুটল না!
তরুণ নেতা শুভনীল চৌধুরীর দল থেকে বহিষ্কারের প্রতিবাদে সিপিএমের কিছু বহিষ্কৃত এবং কিছু বর্তমান নেতা-কর্মীর উদ্যোগে মিছিল মঙ্গলবার বিকালে মধ্য কলকাতায় পথ পরিক্রমা করে আলিমুদ্দিন স্ট্রিটের সব্জি মোড়ে শেষ হল। দলের রাজ্য সদর দফতরের অদূরে দাঁড়িয়ে আব্দুর রেজ্জাক মোল্লা, প্রসেনজিৎ বসু বা শুভনীলের মতো বহিষ্কৃত নেতারা বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু-সহ সিপিএমের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগলেন। তাঁদের এই প্রতিবাদে শরিক হতে এসেছিলেন সাকুল্যে জনাপঁচিশ! বরং অভিনব এই প্রতিবাদ দেখতে সংবাদমাধ্যমের ভিড়ই ছিল বেশি।
মৌলানা আজাদ কলেজের সামনে থেকে রেজ্জাক, শুভনীলদের নিয়ে রফি আহমেদ কিদোয়াই রোড ধরে আলিমুদ্দিন স্ট্রিট পর্যন্ত ওই মিছিলকে মুড়ে রাে পুলিশি নিরাপত্তা! দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ভেঙে দেওয়া এসএফআই ইউনিটের প্রাক্তন সদস্য জিকো দাশগুপ্ত যেমন মিছিলে ছিলেন, তেমনই ছিলেন হাসনাইন ইমাম, সুমন্ত সেন, দেবু মুখোপাধ্যায়ের মতো কলকাতার লোকাল ও শাখা কমিটির সিপিএম সদস্যেরা। তাৎপর্যপূর্ণ ভাবে, মিছিলকারীদের হাতে ছিল জ্যোতি বসু, অনিল বিশ্বাস, সুভাষ চক্রবর্তীর ছবি। সঙ্গে ব্যানার ‘রুখে দাঁড়ানোর পর্ব এখন, পরিতাপের সময় নয়, পার্টি আমার, পার্টি তোমার, পার্টি কারও বাপের নয়’!