আগামী জুলাইয়ে ১৭টি পুরসভার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু এখনই সেখানে নির্বাচন হবে না বলে জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মঙ্গলবার মহাকরণে এই নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে দিয়ে মন্ত্রী জানান, এ কথা জানিয়ে দেওয়া রাজ্য নির্বাচন কমিশনকেও হচ্ছে।
নির্দিষ্ট সময়ে ভোট না-করার কারণও এ দিন ব্যাখ্যা করেন পুরমন্ত্রী। তিনি জানান, ওই ১৭টি পুরসভার মধ্যে সাতটিকে প্রস্তাবিত চারটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে। তার আগে পুরসভাগুলির নির্বাচন করলে কর্পোরেশন গঠনের পরে ফের নির্বাচনের প্রয়োজন হবে। “তাই কর্পোরেশনগুলির সীমা পুনর্বিন্যাসের কাজ হয়ে যাওয়ার পরেই ওই নির্বাচন পর্ব সেরে ফেলা হবে,” বলেছেন পুরমন্ত্রী। ১৭টি পুরসভার মধ্যে সাতটি বিভিন্ন পুর নিগমের আওতায় চলে যাবে। বাকি ১০টি পুরসভার ভোট কর্পোরেশনগুলির সঙ্গেই হবে বলে জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, “আগামী বছর আরও ৮২টি পুরসভার মেয়াদ শেষ হবে। সেগুলির ভোট নির্ধারিত সময়েই সেরে ফেলা হবে।”
চারটি নতুন কর্পোরেশন গড়া এবং তিনটি কর্পোরেশনকে পুনর্গঠিত করার সরকারি সিদ্ধান্ত নিয়ে এ দিন রাজ্য বামফ্রন্টের বৈঠকে আলোচনা হয়। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানান, কর্পোরেশন গঠনের ব্যাপারে তাঁদের কোনও নীতিগত আপত্তি নেই। কিন্তু যে-ভাবে অবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এ কাজ করা হচ্ছে, তা নিয়ে আপত্তি আছে।