ছন্দা গায়েনের অভিযানের সঙ্গী নিখোঁজ দাওয়া শেরপার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী পেমবি-র হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন দার্জিলিং লোকসভার সদ্য পরাজিত কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক। দল সূত্রের খবর, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে শুক্রবার দুপুরে সুজয়বাবু দাওয়া শেরপার ঘুম-এর খাসমল বস্তির বাড়িতে যান। ওই এলাকায় ভাড়া বাড়িতে রয়েছেন দাওয়ার স্ত্রী। কিছু দিন আগেই তাঁদের বিয়ে হয়েছে। পেমবি এবং দাওয়ার ভাইয়ের হাতে ১০ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন সুজয়বাবু। ভবিষ্যতেও তাঁদের পাশে কংগ্রেস থাকবে বলে আশ্বাস দিয়েছেন সুজয়বাবু। তিনি জানান, কাঞ্চনজঙ্ঘার ইয়ালুং কাং দিয়ে শৃঙ্গ জয়ের পথে গিয়ে নিখোঁজ দাওয়ার খোঁজখবর করতে বিস্তর খরচ হচ্ছে তাঁর পরিবারের লোকজনদের। সে কারণেই আপাতত কিছু আর্থিক সাহায্য করা হল।
তবে এ দিন পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও প্রতিনিধি দাওয়া শেরপার বাড়িতে যায়নি। জিটিএ-র একটি প্রতিনিধি দল সম্প্রতি দাওয়ার বাড়ি গিয়েছিলেন।
শেরপার কাজ করে সংসার চালান দাওয়া। তাঁর এক ভাই রয়েছেন। তবে বছর চব্বিশের দাওয়ার উপর নির্ভর করেই কার্যত সংসার চলত। সেই মানুষটি নিখোঁজ হয়ে যাওয়ার পর এখন কী করে চলবে তা ভেবেই দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্ত্রী এবং পরিবারের অন্যরা। এ ভাবে যারা জীবনের ঝুকি নিয়ে অভিযানে যান, বিপদে তাদের পরিবারের নিশ্চয়তার জন্য অধীরবাবু সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে সুজয়বাবুরা প্রতিশ্রুতি দিয়েছেন।