পরীক্ষা শুরু সকাল ১০টায়। কিন্তু প্রশ্নপত্রেরই দেখা নেই। সাড়ে ১০টা। ১১টা। বেলা সাড়ে ১১টাতেও প্রশ্নপত্র পৌঁছয়নি অনেক জায়গায়। পরীক্ষা শুরুর দিনেই সময়মতো প্রশ্নপত্র না-পৌঁছনোয় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে। বুধবার ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছে।
এ দিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলার কলেজে সময়মতো প্রশ্নপত্র পৌঁছয়নি বলে অভিযোগ। বেলা সাড়ে ১১টাতেও অনেক জায়গায় প্রশ্নপত্র না-আসায় উদ্বেগ তুঙ্গে ওঠে। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ই-মেল মারফত ওই সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থা হয়। তার প্রিন্ট-আউট নিয়ে ফোটোকপি করে পরীক্ষা নেয় কোনও কোনও কলেজ।
প্রশ্ন উঠেছে, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা বাদে প্রশ্নপত্র বিলি করে পরীক্ষা শুরু করা মানে তো কার্যত ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা নেওয়া। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কি তা হলে এই পরীক্ষা বাতিল করে দেবে?