আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশের আগেই উচ্চ মাধ্যমিকের মেধা-তালিকা ফাঁস হয়ে যাওয়ার নজির আছে। তা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। আর সেই বিতর্ক ঠেকাতে গিয়েই শুক্রবার, ফল ঘোষণার দিনে নতুন বিতর্কে জড়িয়ে পড়ল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
ফলাফলের নির্যাস থেকে মেধা-তালিকা সংসদের তরফে প্রকাশিত এই সব তথ্য সাংবাদিক বৈঠকে বিলির সময়েই এ দিন কার্যত বেনজির গোলমাল বেধে যায়। এতটাই যে, চলে আসে পুলিশ। পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংসদের দফতরে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। কেন এই গোলমাল, তা খতিয়ে দেখার আশ্বাস দেন। পরীক্ষার ফল নিয়ে সাংবাদিকদের মুখোমুখিও হন তিনি। স্বশাসিত সংস্থা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে এ ভাবে শিক্ষামন্ত্রীর হাজির হওয়ার রেওয়াজ নেই। বিশেষত ফল প্রকাশের দিনে কোনও মন্ত্রীর সংসদে যাওয়ার নজির নেই এ রাজ্যে। শিক্ষামন্ত্রী অবশ্য জানান, তিনি এমনিই গিয়েছিলেন সংসদে।
গোলমাল কেন? এ দিন সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করার কথা ছিল সংসদের। সেই অনুযায়ী সাংবাদিক বৈঠক শুরু করেন কর্তৃপক্ষ। সংসদের সভানেত্রী মহুয়া দাস ফল ঘোষণা শুরু করেন। আর তখনই পাশের একটি টেবিল থেকে ফলাফলের নির্যাস বিলি শুরু করে দেন সংসদ-কর্মীরা। রেওয়াজ হল, সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের হাতে হাতে সেগুলি দিয়ে দেওয়া। কিন্তু এ দিন তা না-হওয়ায় ওই টেবিল থেকে তা নেওয়ার জন্য সাংবাদিকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ফল ঘোষণায় বিঘ্ন ঘটে। দ্বিতীয় দফায় গোলমাল শুরু হয় মেধা-তালিকা ঘোষণার পরে।