কলকাতায় মার্কিন তথ্যকেন্দ্রের (আমেরিকান সেন্টার) সামনে জঙ্গি হামলার মূল চক্রী আফতাব আনসারির মৃত্যুদণ্ড রদ করে দিল সুপ্রিম কোর্ট। ঘটনায় আফতাবের মূল সঙ্গী জামিলউদ্দিন নাসিরের ফাঁসিও মকুব হয়ে গেল।
বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে পট্টনায়ক এবং বিচারপতি ফকির মহম্মদ ইব্রাহিম কালিফুল্লার বেঞ্চ আফতাবের প্রাণদণ্ডের সাজা কমিয়ে তাকে আজীবন জেলে বন্দি রাখার নির্দেশ দেয়। নাসিরের জন্য বরাদ্দ তিরিশ বছরের কারাবাস, ইতিমধ্যে যার ১২ বছর কেটে গিয়েছে। আফতাব, জামালুদ্দিন দু’জনেরই ঠিকানা আপাতত কলকাতার প্রেসিডেন্সি জেল। প্রসঙ্গত, ১৯৯৩-এর মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের প্রাণভিক্ষার আবেদন সম্প্রতি খারিজ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতির সিদ্ধান্তটি গত সপ্তাহে মহারাষ্ট্র সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা এ বার ঠিক করবে, নাগপুর জেলে বন্দি ইয়াকুবকে ফাঁসিতে ঝোলানো হবে কবে।
২০০২-এর ২২ জানুয়ারিতে কলকাতার আমেরিকান সেন্টারের সামনে ওই হানাদারিতে পাঁচ পুলিশকর্মী মারা যান। আহত হয়েছিলেন অন্তত কুড়ি জন। ঘটনার পরে পরে দুবাই থেকে কলকাতার সংবাদপত্র দফতরে ফোন করে জনৈক ফারহান আহমেদ দাবি করেছিলেন, হামলাটি চালিয়েছে আসিফ রেজা খান কম্যান্ডো ফোর্স। কলকাতা পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ২০০১-এর জুলাইয়ে খাদিম-কর্তাকে অপহরণের পিছনে আসল মস্তিষ্ক যার ছিল বলে অভিযোগ, সেই আফতাব আনসারিরই হাত রয়েছে এতে। পরের দিন, অর্থাৎ ২৩ জানুয়ারি আফতাব দুবাই পুলিশের জালে পড়ে। তাকে ভারতে ফেরানো হয়।