স্বাধীনতার পর থেকে কস্মিন কালেও কোনও দল একক ভাবে এ রাজ্যে ৩৪টি লোকসভা আসন পায়নি! এমন বিপুল সাফল্যের পরেও তৃণমূলকে যে উদ্বেগে রেখেছে বাংলায় বিজেপি-র উত্থান, তা স্পষ্ট হয়ে গেল শুক্রবার দলের সাধারণ পরিষদের বৈঠকে।
লোকসভা ভোটের পরে দলের সর্ব স্তরের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে এ দিনের সাংগঠনিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, বিজেপি এগিয়ে আছে, এমন সব এলাকা পুনরুদ্ধার করাই এখন তাঁদের প্রথম লক্ষ্য। দু’বছর পরে বিধানসভা ভোট। সেই নির্বাচনে লক্ষ্যভেদের জন্য বিজেপি-র মোকাবিলা করেই এগোতে হবে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বিজেপি-র নাম না করেও রাজ্যে এই ‘নতুন শক্তি’ সম্পর্কে দলকে সতর্ক করে দিয়েছেন বলে তৃণমূল সূত্রের খবর। শৃঙ্খলা এবং ভাবমূর্তিতে নজর রেখে ঐক্যবদ্ধ ভাবে বিধানসভা ও পুরভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা বলেছেন তৃণমূল নেতৃত্ব।
নেতাজি ইন্ডোরের বৈঠকে এ দিন মমতা বলেছেন, লোকসভা ভোটের ফল অনুযায়ী ১৮টি বিধানসভা এলাকায় (যদিও আদতে সংখ্যাটা ২৪) বিজেপি এগিয়ে আছে। সেগুলি পুনরুদ্ধার করতেই হবে অদূর ভবিষ্যতে। তৃণমূলকে এগোতেই হবে এবং তার জন্য কাউকে এক ইঞ্চি জমিও ছাড়া চলবে না বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। বিজেপি-র বিপদের কথা বলেছেন সুব্রতবাবুও। দক্ষিণ কলকাতার সাংসদ এ দিনের বৈঠকে বলেন, একটা নতুন শক্তি তাঁদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ঐক্যবদ্ধ হয়ে দলকে তার বিরুদ্ধে লড়াই করতে হবে। আত্মতুষ্টির কোনও সময় নেই। আগামী দিনের জন্য দলকে প্রস্তুত থাকতে বলেন তিনি।