লোকসভা ভোটের পরে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করতে আজ, শুক্রবার জরুরি বৈঠকে বসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই বৈঠকে দলের সমস্ত জনপ্রতিনিধি ও ব্লক স্তরের নেতাদের ডাকা হয়েছে। প্রত্যাশিত ভাবেই বৈঠকে মুখ্য বক্তা স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী।
দল প্রতিষ্ঠার পর থেকে এ বারই প্রথম লোকসভা ভোটে রেকর্ড সাফল্য পেয়েছে তৃণমূল। রাজ্য থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূলের ৩৪ জন সাংসদ। কিন্তু বিজেপি-র উত্থানও তৃণমূলকে চিন্তায় রেখেছে। খাস কলকাতায় এ বার ভোট বাড়িয়েছে বিজেপি। আগামী বছর কলকাতার পুরভোট ও তার পরের বছর রাজ্যে বিধানসভার ভোট। সে কথা মাথায় রেখে বিজেপি-র উত্থান প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে তৃণমূলের একাংশ। ভবিষ্যতের রূপরেখা ঠিক করতে আজই বৈঠকে বসছে রাজ্য বিজেপিও।
একের পর এক ভোটে সাফল্যের সঙ্গে তৃণমূলের কলেবরও বাড়ছে। নানা দল থেকে কর্মী-সমর্থকেরা তৃণমূলে যোগ দিয়েছেন। দল বড় হয়ে ওঠার পাশাপাশি কর্মীদের আচরণের দিকেও খেয়াল রাখতে হচ্ছে নেত্রীকে। কর্মীদের দলীয় অনুশাসনে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ করার বিষয়ে আজ দলনেত্রী আলোচনা করতে পারেন বলে একটি সূত্রের বক্তব্য। লোকসভা ভোটের আগে ২৯ নভেম্বর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলের কার্যকারী সমিতির বর্ধিত সভায় দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে কর্মীদের দায়িত্ব ও শৃঙ্খলার উপরে গুরুত্ব দিয়েছিলেন মমতা। ইন্ডোরের সভাতেও আজ তিনি সেই বার্তার পুনরাবৃত্তি করতে পারেন বলে তৃণমূল নেতাদের একাংশের ধারণা।