প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর হলং সফরের সময়ে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণ করায় বিতর্কে পড়েছিল পুলিশ-প্রশাসন ও বন দফতর। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডুয়ার্স সফরের সময়েও একই বিতর্ক দানা বেঁধেছে। শুক্রবার বন দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ২-৪ জুন মাদারিহাট বনাঞ্চলে ‘কার সাফারি’ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মুখ্যমন্ত্রীর নানা সরকারি অনুষ্ঠানে যোগ দিতে ডুয়ার্স সফর শুরুর কথা ২ জুন। সে দিন শিলিগুড়ির উপকণ্ঠে উত্তরকন্যায় দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার নানা কাজকর্ম পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হলংয়ে যেতে পারেন তিনি। মুখ্যমন্ত্রী দুদিন হলং বনবাংলোয় থাকতে পারেন ভেবে সেখানে প্রস্তুতি চলছে। ৪ এবং ৫ জুন জয়ন্তী বাংলোয় যেতে পারেন মুখ্যমন্ত্রী। ৬ জুন মুখ্যমন্ত্রীর মংপংয়ে থাকার কথা। ৭ জুন কলকাতায় ফেরার কথা।
ভরা পর্যটন মরসুমে ওই সময়ে ‘কার সাফারি’ বন্ধ হওয়ায় পর্যটন মহল উদ্বিগ্ন। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “মুখ্যমন্ত্রীর নিরাপত্তার কথা তো ভাবতেই হবে। মুখ্যমন্ত্রীর সফরের আগে আমি হলংয়ে যাব।” যদিও মুখ্যমন্ত্রীর সফরের সঙ্গে কার সাফারি বন্ধের সিদ্ধান্তের যোগসূত্র নেই বলে জলপাইগুড়ি বন্যপ্রাণ (৩) বিভাগের সহকারী বন্যপ্রাণ আধিকারিক শ্বেতা রাই-এর দাবি। বন দফতর জানিয়েছে, মাদারিহাট থেকে হলং বনবাংলো যাতায়াতের রাস্তা মেরামতির করতেই ওই সময়টায় ‘কার সাফারি’ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে ওই এলাকার বনবাংলোয় যে আগাম ‘বুকিং’ রয়েছে, তা বাতিল করা হয়নি।