সুপ্রিম কোর্ট সারদা কেলেঙ্কারির তদন্তভার সিবিআই-কে দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি দায়-মুক্ত হলেন। তাঁর সরকারকে আর ক্ষতিগ্রস্তদের টাকা মেটাতে হবে না। কেন্দ্রই ওই টাকা দেবে। এ কথা বললেও নবান্ন সূত্রে খবর, ভোট মিটতেই অর্থমন্ত্রীকে সারদার সব আমানতকারীকে টাকা ফেরতের ব্যবস্থা করতে বলেন মমতা।
সে নির্দেশ মেনে শুক্রবার অর্থমন্ত্রী অমিত মিত্র, অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠক করেন শ্যামল সেন কমিশনের সদস্য অম্লান বসুর সঙ্গে। নবান্ন সূত্রের খবর, ক্ষতিপূরণ মেটাতে রাজ্যের কাছে আরও ১২০ কোটি টাকা চেয়েছে কমিশন। অর্থ দফতরের কর্তারা তাঁকে জানান, জুন নাগাদ ৩৫-৪০ কোটি টাকা দেওয়া হবে। এক কমিশন-কর্তা বলেন, “সারদা তহবিলে এ পর্যন্ত ১৬৬ কোটি টাকা দিয়েছে রাজ্য। ক্ষতিপূরণ দিতে গিয়ে তা শেষের মুখে। এখনই আরও টাকা না পেলে ক্ষতিপূরণ দেওয়া ব্যাহত হবে।”
১০ হাজার টাকা পর্যন্ত লগ্নি করেছিলেন, এত দিন তাঁদেরই টাকা ফিরিয়েছে কমিশন। কমিশনের হিসেবে, প্রথম দফায় যে ১৭ লক্ষ ৫৪ হাজার আবেদন এসেছে, তার সাড়ে ১২ লক্ষই সারদায় লগ্নি করে ক্ষতিগ্রস্ত। বাকি পাঁচ লক্ষ অন্যান্য সংস্থায় টাকা রেখেছিলেন। এ পর্যন্ত ৩ লক্ষ ৯৫ হাজার আমানতকারীর নামে চেক বিলি হয়েছে। তাই সারদা-সহ অন্যান্য লগ্নি সংস্থায় টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন, এমন মানুষকে ক্ষতিপূরণ দিতে লাগবে আরও ৭৭০ কোটি। কিন্তু তা এখনই দেওয়া অসম্ভব, মুখ্যমন্ত্রীর দফতরকে জানিয়েছে অর্থ দফতর। রাজ্যের এই বার্তা পেয়ে কমিশন ঠিক করেছে, ২০ হাজার টাকা পর্যন্ত লগ্নি করা আমানতকারীদেরই দ্বিতীয় দফায় টাকা ফেরানো হবে।